অষ্টম শ্রেণি : বাংলা বিষয়ের সিলেবাস

পাঠ্য গদ্য:

  • অতিথির স্মৃতি : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ভাব ও কাজ : কাজী নজরুল ইসলাম
  • পড়ে পাওয়া : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • তৈলচিত্রের ভূত : মানিক বন্দ্যোপাধ্যায়
  • এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : শেখ মুজিবুর রহমান
  • আমাদের লোকশিল্প : কামরুল হাসান
  • সুখী মানুষ : মমতাজ উদ্দীন আহমদ
  • মংড়ুর পথে : বিপ্রদাশ বড়ুয়া
  • বাংলা নববর্ষ : শামসুজ্জামান খান
  • বাংলা ভাষার জন্মকথা : হুমায়ুন আজাদ

পাঠ্য কবিতা:

  • মানবধর্ম : লালন শাহ্
  • বঙ্গভূমির প্রতি : মাইকেল মধুসূদন দত্ত
  • দুই বিঘা জমি : রবীন্দ্রনাথ ঠাকুর
  • পাছে লোকে কিছু বলে : কামিনী রায়
  • প্রার্থনা : কায়কোবাদ
  • বাবুরের মহত্ত্ব : কালিদাস রায়
  • নারী : কাজী নজরুল ইসলাম
  • আবার আসিব ফিরে : জীবনানন্দ দাশ
  • রুপাই : জসীমউদ্দীন
  • একুশের গান : আবদুল গাফ্ফার চৌধুরী

পাঠ্য ব্যাকরণ:

  • ১.১ : ভাষা
  • ১.২ : মাতৃভাষা ও রাষ্ট্রভাষা
  • ১.৩ : সাধু ও চলিতরীতির পার্থক্য
  • ২.১ : ধ্বনি ও বর্ণ
  • ২.২ : ম-ফলা ও ব-ফলার উচ্চারণ
  • ৩.১ : সন্ধি
  • ৩.২ : বিসর্গ সন্ধি
  • ৪: শব্দ ও পদ
  • ৪.১ : লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ
  • ৪.৫ : ধাতু ও ক্রিয়াপদ
  • ৪.৭: মৌলিক ও সাধিত ধাতু
  • ৪.৮ : ক্রিয়ার কাল
  • ৫ : শব্দগঠন
  • ৫.১ : ধ্বন্যাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দদ্বৈত
  • ৬ : বাক্য
  • ৬.১ : বাক্যগঠনের শর্ত
  • ৬.২ : খণ্ডবাক্য, স্বাধীন ও অধীন খণ্ডবাক্য
  • ৬.৩ : সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন
  • ৭.১ : বিরামচিহ্ন
  • ৭.২ : কমা, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার
  • ৮ : বানান
  • ৮.১ : বানানের কয়েকটি সাধারণ নিয়ম
  • ১০ : শব্দার্থ
  • ১০.২ : সমার্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা
  • ১০.৩ : বিপরীতার্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা
  • ১০.৪ : বাগধারা 

পাঠ্য নির্মিতি :

  • সারাংশ / সারমর্ম লিখন
  • ভাব-সম্প্রসারণ লিখন
  • পত্র রচনা : ব্যক্তিগতপত্র, আবেদনপত্র ও নিমন্ত্রনপত্র
  • প্রবন্ধ রচনা

জেএসসি পরীক্ষার প্রশ্নের ধরন ও মানবন্টন

বিষয় : বাংলা
বিষয় কোড ১ ০ ১
সময় ৩ ঘণ্টা
পূর্ণমান ১০০

  • সৃজনশীল ও রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।

সৃজনশীল অংশ (নম্বর ৪০)

  • নির্ধারিত ১০টি গদ্য থেকে ৩টি সৃজনশীল প্রশ্ন এবং নির্ধারিত ১০টি কবিতা থেকে ৩টি করে মোট ৬টি সৃজনশীল প্রশ্ন থাকবে।
  • গদ্য অংশ ও কবিতা অংশ থেকে ২টি করে মোট ৪টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর ৪X১০ = ৪০

রচনামূলক অংশ (নম্বর ৩০)

  • সারাংশ ও সারমর্ম থেকে ২টি প্রশ্ন থাকবে। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ০৫ 
  • পত্র ও দরখাস্ত থেকে ২টি প্রশ্ন থাকবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর ০৫ 
  • ভাবসম্প্রসারণ থেকে ২টি প্রশ্ন থাকবে। যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর ০৫ 
  • ৩টি বিষয়ে প্রবন্ধ থাকবে। যেকোনো ১টি প্রবন্ধ রচনা করতে হবে। নম্বর ১৫ 

বহুনির্বাচনি অংশ (নম্বর ৩০)
গদ্য অংশ থেকে ৮টি, কবিতা অংশ থেকে ৮টি এবং ব্যাকরণ অংশ থেকে ১৪টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নম্বর ৩০