নবম শ্রেণি : বাংলা প্রথমপত্রের সিলেবাস

 

 

পাঠ্য গদ্য

  • সুভা – রবীন্দ্রনাথ ঠাকুর
  • বইপড়া – প্রমথ চৌধুরী 
  • অভাগীর স্বর্গ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • পল্লিসাহিত্য – মুহাম্মদ শহীদু্ল্লাহ 
  • আম আঁটির ভেঁপু – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • মানুষ মুহস্মদ (স:) – মোহাম্মদ ওয়াজেদ আলী
  • নিমগাছ – বনফুল 
  • উপেক্ষিত শক্তির উদ্বোধন – কাজী নজরুল ইসলাম 
  • শিক্ষা ও মনুষ্যত্ব – মোতাহের হোসেন চৌধুরী
  • প্রবাস বন্ধু – সৈয়দ মুজতবা আলী 
  • মমতাদি- মানিক বন্দ্যোপাধ্যায়
  • পয়লা বৈশাখ – কবীর চৌধুরী 
  • একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম 
  • সাহিত্যের রূপ ও রীতি – হায়াৎ মামুদ 
  • নিয়তি – হুমায়ূন আহমেদ 

 

পাঠ্য কবিতা

  • বঙ্গবাণী : আবদুল হাকিম 
  • কপোতাক্ষ নদ :মাইকেল মধুসূদন দত্ত 
  • জীবন-সঙ্গীত : হেমচন্দ্র  বন্দ্যোপাধ্যায়
  • জুতা-আবিষ্কার : রবীন্দ্রনাথ ঠাকুর 
  • ঝর্ণার গান : সত্যেন্দ্রনাথ দত্ত 
  • মানুষ  : কাজী নজরুল ইসলাম 
  • সেইদিন এই মাঠ : জীবনানন্দ দাশ 
  • পল্লিজননী : জসীমউদ্দীন 
  • আশা : সিকান্দার আবু জাফর
  • আমি কোনো আগন্তুক নই : আহসান হাবীব 
  • রানার : সুকান্ত  ভট্টাচার্য
  • তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা : শামসুর রাহমান  
  • আমার পরিচয় :  সৈয়দ শামসুল হক
  • স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো : নিমুলেন্দু গুণ 
  • সাহসী জননী বাংলা : কামাল চৌধুরী
পাঠ্য উপন্যাস : কাকতাড়ুয়া : সেলিনা হোসেন
পাঠ্য নাটক:  বহিপীর : সৈয়দ ওয়ালীউল্লাহ

এসএসসি- ২০২৩ পরীক্ষার প্রশ্নের ধরন ও মানবন্টন

 

বাংলা প্রথম পত্র

বিষয় কোড : ১০১

পূর্ণমান ১০০ (সৃজনশীল ৭০ বহুনির্বাচনি ৩০)

সময় ৩ ঘন্টা ( সৃজনশীল অংশ  : ২ ঘন্টা ৩০ মিনিট , বহুনির্বাচনি অংশ  : ৩০ মিনিট )

সৃজনশীল অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।

সৃজনশীল অংশ :

নির্ধারিত ১৫টি গদ্য থেকে ৪টি , নির্ধারিত ১৫টি কবিতা থেকে ৩টি এবং নির্ধারিত উপন্যাস ও নাটক থেকে ২টি  করে মোট ১১ টি সৃজনশীল প্রশ্ন থাকবে।

গদ্য ও কবিতা অংশ থেকে কমপক্ষে ২টি করে এবং উপন্যাস ও নাটক অংশ থেকে কমপক্ষে ১টি করে মোট ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর ৭x১০ = ৭০

বহুনির্বাচনি অংশ
গদ্য অংশ থেকে ১২টি, কবিতা অংশ থেকে ১২টি এবং উপন্যাস ও নাটক থেকে ৩টি করে সর্বমোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নম্বর ৩০