দ্বাদশ শ্রেণি : বাংলা দ্বিতীয়পত্রের সিলেবাস

পাঠ্য ব্যাকরণ অংশ
  • ১। বাংলা উচ্চারণের নিয়ম
  • ২। বাংলা বানানের নিয়ম
  • ৩। ব্যাকরণিক শব্দশ্রেণি
  • ৪। শব্দগঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস)
  • ৫। বাক্যতত্ত্ব
  • ৬। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
পাঠ্য নির্মিতি অংশ
  • ১। পরিভাষা, অনুবাদ
  • ২। দিনলিপি,  অভিজ্ঞতা বর্ণন, ভাষণ, প্রতিবেদন লিখন
  • ৩। বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা লিখন, পত্র, আবেদনপত্র
  • ৪। সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ, ভাব-সম্প্রসারণ
  • ৫। সংলাপ লিখন, খুদে গল্প লিখন
  • ৬। প্রবন্ধ লিখন

এইচএসসি পরীক্ষা : প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন

বাংলা দ্বিতীয়পত্র

বিষয় কোড ১ ০ ২

পূর্ণমান ১০০ 

সময় ৩ ঘণ্টা

ব্যাকরণ অংশ : ৩০ নম্বর
  • ১। উচ্চারণের ৫টি নিয়ম অথবা ৮টি শব্দের মধ্যে ৫টি শব্দের উচ্চারণ নির্দেশ করতে হবে। নম্বর ০৫
  • ২। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম অথবা ৮টি ভুল বানানের শব্দ থেকে যেকোনো ৫টি শুদ্ধ করে লিখতে হবে। নম্বর ০৫
  • ৩। ব্যাকরণিক শব্দশ্রেণি থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন অথবা প্রদত্ত অনুচ্ছেদ থেকে নির্দিষ্ট ৫টি শব্দশ্রেণি চিহ্নিতকরণ বা নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করতে হবে। নম্বর ০৫
  • ৪। উপসর্গ, প্রত্যয় ও সমাস থেকে ২টি প্রশ্ন থাকবে। যেকোনো ১টির উত্তর দিতে হবে।(উপসর্গ ছাড়া প্রত্যয় ও সমাসের প্রতিটি প্রশ্নেই ৮টির মধ্যে ৫টির উত্তর দিতে হবে।) নম্বর ০৫
  • ৫। বাক্যতত্ত্ব অংশ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে অথবা ৮টি বাক্যের মধ্যে ৫টির বাক্যান্তর করতে হবে। নম্বর ০৫
  • ৬। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে ৮টি অশুদ্ধ বাক্যের মধ্যে ৫টিকে শুদ্ধ করতে হবে। অথবা একটি অনুচ্ছেদে বিদ্যমান অপপ্রয়োগসমূহ শুদ্ধ করতে হবে। নম্বর ০৫
নির্মিতি অংশ : ৭০ নম্বর
  • ৭। ১৫টি পারিভাষিক শব্দ থেকে ১০টির বাংলা রূপ লিখতে হবে অথবা ১টি ইংরেজি অনুচ্ছেদকে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। নম্বর ১০
  • ৮। দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন থেকে ১টি এবং ভাষণ অথবা প্রতিবেদন থেকে ১টি প্রশ্ন থাকবে। দুটির মধ্যে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ১০
  • ৯। বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা থেকে ১টি এবং পত্রলিখন অথবা আবেদনপত্র থেকে ১টি প্রশ্ন থাকবে। দুটির মধ্যে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ১০
  • ১০। সারাংশ, সারমর্ম ও সারসংক্ষেপ থেকে ১টি প্রশ্ন এবং ভাব-সম্প্রসারণ থেকে ১টি প্রশ্ন থাকবে। দুটির মধ্যে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ১০
  • ১১। সংলাপ রচনা থেকে ১টি এবং খুদেগল্প রচনা থেকে ১টি প্রশ্ন থাকবে। দুটির মধ্যে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ১০
  • ১২। প্রবন্ধ-নিবন্ধ রচনা : ৫টি বিকল্প থাকবে। ১টি রচনা লিখতে হবে। নম্বর ২০